![]() |
Collected Photo's from Internet |
বগালেক_ও_কেওক্রাডং_ভ্রমন
স্থান_পরিচিতিঃ
#বগাকাইন হ্রদ বা বগা হ্রদ বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগাকাইন হ্রদের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট (৩৮০ মিটার) (কেওক্রাডং-এর উচ্চতা ৩,১৭২ ফুট)। ফানেল বা চোঙা আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চুড়ায় বগা হ্রদের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। রুমা উপজেলার পূর্ব দিকে শঙ্খ নদীর তীর থেকে ২৯ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত একটি মৌজার নাম 'নাইতং মৌজা'। এই মৌজার পলিতাই পর্বতশ্রেণীর অন্তর্গত একটি পাহাড়ের চূড়ায় হ্রদটি অবস্থিত।
#কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর', কাড়া মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। কেওক্রাডং বা কেওকাড়াডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল সাকা হাফং।
#বগাকাইন হ্রদ বা বগা হ্রদ বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগাকাইন হ্রদের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট (৩৮০ মিটার) (কেওক্রাডং-এর উচ্চতা ৩,১৭২ ফুট)। ফানেল বা চোঙা আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চুড়ায় বগা হ্রদের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। রুমা উপজেলার পূর্ব দিকে শঙ্খ নদীর তীর থেকে ২৯ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত একটি মৌজার নাম 'নাইতং মৌজা'। এই মৌজার পলিতাই পর্বতশ্রেণীর অন্তর্গত একটি পাহাড়ের চূড়ায় হ্রদটি অবস্থিত।
#কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর', কাড়া মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। কেওক্রাডং বা কেওকাড়াডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল সাকা হাফং।
মাস্ক + হ্যান্ড গ্লাভস + চশমা + হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক।(নিজে মাস্ক পরি এবং অন্যকে পরতে উৎসাহিত করি)
#ভ্রমনের_সময়কালঃ ৩দিন_৪রাত(যাওয়া-আসাসহ)
ইভেন্ট ফিঃ ৫,৫০০ টাকা জনপ্রতি।(যদি ২সিটে ১ জন বসতে হয়, তাহলে ৮০০ টাকা বাড়বে)
সম্ভাব্য সদস্য সংখ্যাঃ ১২ -১৪ জন।
Group Link: www.facebook.com/groups/TravelWithSishir/
Page Link: www.facebook.com/MohammadTaherulislamSishir/
#বিস্তারিত_ভ্রমণ_প্লানঃ
১-লা অক্টোবরঃ রাত ১০.৩০ এ আমরা আরামবাগ বাস টার্মিনাল থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব।
২-রা অক্টোবরঃ সকালে বান্দরবনে নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিয়ে রুমার উদ্দেশ্যে লোকাল বাসে/রিজার্ভ চান্দের গাড়িতে রওনা দিব। রুমা গিয়ে গাইড নিয়ে রিজার্ভ চান্দের গাড়ি নিয়ে চলে যাব বগালেক। সেখানে পৌঁছে আর্মি ক্যাম্পে এন্ট্রি করে,কটেজে উঠে গোসল করে/ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকালটা উপভোগ করব।চলবে আড্ডা। রাতে ৯-১০টার মধ্যে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি এবং পূর্ণিমা উপভোগ করে ঘুমিয়ে পরব।
৩-রা অক্টোবরঃ সকালে নাস্তা খেয়ে, কেওক্রাডং এ যাওয়ার পারমিশন নিয়ে, আমরা যাত্রা/ট্রেকিং শুরু করব কেওক্রাডং এর উদ্দেশ্যে। যেতে যেতে পথে পরবে চিংড়ি ঝরনা, তংমে ভিউ পয়েন্ট, আরও কিছু ভিউ পয়েন্ট এবং ঝরনা,ও দার্জিলিং পাড়া(সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন পাড়া)। দার্জিলিং পাড়ায় গিয়ে আমরা দুপুরের খাবার খাবো।খেয়ে, আবার ঘন্টা খানিক হেঁটে পৌঁছে যাবো কেওক্রাডং। আর্মি ক্যাম্পে এন্ট্রি করে চলে যাবো সামিট পয়েন্ট ও হ্যালিপ্যাড দেখতে। রাতে থাকবো কেওক্রাডং এর সবুজ কটেজে। চলবে আড্ডা। আড্ডা শেষে ঘুমাব। ঘুম থেকে উঠবো খুব ভোরে, সূর্যোদয় দেখবো।৪-ঠা অক্টোবরঃ সকালে আবার কেওক্রাডং থেকে পারমিশন নিয়ে চলে আসব বগালেক। আসার পথে দার্জিলিং পাড়ায় করব সকালের নাস্তা।নাস্তা সেরে চলে আসব বগালেক। সেখানে এসে চান্দের গাড়ি নিয়ে চলে আসব রুমা। বগালেক অথবা রুমাতে এসে দুপুরের খাবার খাবো। রুমা থেকে চলে আসব বান্দরবন। বান্দরবন এসে হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে, রাতের বাসে উঠে রওনা করব ঢাকার উদ্দেশ্যে।
৫-ই অক্টোবরঃ সকাল ৬-৬.৩০টার মধ্যে পৌঁছে যাব ঢাকায় ইনশাআল্লাহ।
#যা_যা_নিতে_হবেঃ
১. ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন সনদ(বাধ্যতামূলক)।
২. পানির বোতল, খেজুর, বাদাম, বিস্কুট (মানে কিছু শুকনো খাবার সাথে রাখতে হবে। যেহেতু ট্রেকিং করতে হবে, প্রায় ২৫ কিলোমিটার, বগালেক থেকে কেওক্রাডং যাওয়া-আসাসহ, তাই)।
৩. মোবাইল এবং ক্যামেরা চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক (বিদ্যুতের ব্যবস্থা না থাকায়)।
৪. হালকা কাপড়(ফুলহাতা টিশার্ট) ৩দিনের জন্য,খেয়াল রাখবেন ব্যাগের ওজন যত কম করা যায়। যেহেতু ট্রেকিং করতে হবে।
৫. টর্চ লাইট, ওডোমস ক্রিম, ক্যাপ প্রভৃতি।
৬. ছাতা, গামছা, ক্যাপ বা হ্যাট নিবেন
৭. সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)
৮. টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।
৯. রবি, টেলিটক, এয়ারটেল সিম অবশ্যই নিয়ে আসতে হবে।
#খাবার_মেন্যুঃ
#সকালের_নাস্তাঃ
১ম দিন - ডিম + সবজি + পরটা/রুটি + চা ।
২য় ও ৩য় দিন - ডিম ভুনা + খিচুরি + চা ।
#দুপুরের_খাবারঃ
ব্যাম্বো চিকেন/মাছ/ডিম (ভুনা/তরকারি) + ভর্তা + সবজি + ডাল + সাদা ভাত ।
#রাতের_খাবারঃ
১ম দিন - বার-বি-কিউ/ব্যাম্বো চিকেন + রুটি/পরোটা/সাদা ভাত + সালাদ + ড্রিংকস ।
২য় দিন - মুরগীর মাংস/মাছ/ডিম (ভুনা/তরকারি) + ভর্তা + সবজি + ডাল + সাদা ভাত ।
৩য় দিন - মুরগীর মাংস/গরুর মাংস /মাছ + ভর্তা + সবজি + ডাল + সাদা ভাত ।
#এই__টাকায়__যা_যা_থাকছেঃ
১. ঢাকা-বান্দরবন-ঢাকা, নন-এসি বাসের ভাড়া।
২. বান্দরবান-রুমা-বান্দরবান, লোকাল বাসের/রিজার্ভ চান্দের গাড়ির ভাড়া।
৩. রুমা-বগালেক-রুমা, রিজার্ভ চান্দের গাড়ির ভাড়া।
৪. গাইডের সকল খরচ।
৫. বগালেক ও কেওক্রাডং এ রাতে কটেজে(ঢালাও ভাবে) থাকার খরচ।
৬. মূল খাবার খরচ (৯ বেলার)।
#যা_যা_অন্তর্ভুক্ত_নয়_এই_টাকায়ঃ
১. কোনো ধরনের ব্যক্তিগত খরচ।
২. যাওয়া-আসার পথে বাসের যাত্রা বিরতিতে কোনো রকম খাওয়ার বা অন্যান্য খরচ।
৩. ঔষধের খরচ।
#পেমেন্ট সিস্টেমঃ
#আপনি যদি যেতে চান, তাহলে আপনার স্পট কনফার্ম করার জন্য কিছু টাকা প্রদান করতে হবে। আপনি কি দেখা করে টাকা প্রদান করবেন? নাকি বিকাশ এর মাধ্যমে প্রদান করবে? আপনার সিদ্ধান্ত। স্পট কনফার্ম করার পরে, বাকি যেই টাকা থাকে তা যাওয়ার দিন গাড়িতে উঠার আগে দিতে হবে।
#Last_date_for_deposit(টাকা জমা দেয়ার শেষ তারিখঃ) : 23 september, 2020(২৩ সেপ্টেম্বর, ২০২০)
#Rules_for_depositing_money(টাকা জমা দেয়ার নিয়ম) : You have to meet us and deposit 3000 Taka. If you are satisfied talking on the phone, you can pay at Bkash/Nagad. If you pay at Bkash/Nagad, you have to pay 3060 Taka.(আমাদের সাথে দেখা করে ৩০০০ টাকা জমা দিতে হবে । যদি ফোনে কথা বলে সন্তুষ্ট হন ,তাহলে Bkash/Nagad-এ প্রদান করতে পারেন। Bkash/Nagad এ প্রদান করলে, ৩০৬০ টাকা প্রদান করতে হবে).
#Bkash/Nagad Number(বিকাশ/নগদ নাম্বার) - Personal (পার্সোনাল): 01552485887 (Sishir)
#Conditions(শর্ত সমুহ):
1- First of all you have to have a travel thirsty mind.(প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।)
2- We all need to do our best to make the trip beautiful.(ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।)
3- Every place is our own, so it is our responsibility to protect its beauty. As long as there is no harm to tourism, that should be the highest consideration.(প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়।)
4- The decision may change at any time depending on the situation, which we will all decide together.(অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।)
5- No ill-treatment can be done to the locals. If you need to talk to someone new, take the help of a trip host.(স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।)
6- In no way can any kind of drug be taken or carried. If found, he or she may be expelled from the trip immediately, in agreement with everyone else in the group.(কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে সিদ্ধান্ত নিয়ে।)
7- You have to accept the words of the team leader according to your own needs.(দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।)
#You can call for any tour related needs Or Query(ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন ) ....
#Sishir - 01787-744719
#Fuad - 01739-792329
Contact Address(Home+Tour Maintaining): -
************************************************
(1). Quarter Number - 32, Road - 20, Block - E, Banani Customs Officer Quarters, Banani, Dhaka.
(2). House - 301, Road - 03, Hirajheel R/A, Mizmizi-1430, Siddhirganj, Narayanganj.
Note: Even if someone has a symptom of corona, we will be requested not to go with us.(বিঃদ্রঃ কারো করোনার কোন একটি লক্ষণ থাকলেও আমাদের সাথে না যাবার অনুরোধ থাকবে।)
0 Comments
Please do not enter any spam link in the comment box.