Kashmir Tour Package-কাশ্মীর ভ্রমণ প্যাকেজ

Kashmir-Heaven on Earth

(ভূ-স্বর্গ কাশ্মীর)

কাশ্মীর ভ্রমণ।। KASHMIR TOUR ।। ভূ-স্বর্গ কাশ্মীর ভ্রমণ।। Jannat-E-Kashmir(Heaven on Earth)।।





➡️➡️ ঈদের(ঈদুল ফিতরের) আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে হয়ে যাক "স্বর্গরাজ্য কাশ্মীর ভ্রমণ"। 

➡️ ভারতের(ভ্রমণ/ট্যুরিস্ট) ভিসা করা থাকলেই, আমাদের টিমের সাথে ঘুরে আসতে পারেন ভারতের ‘Jannat-E-Kashmir(Heaven on Earth)’ থেকে।

➡️ স্বর্গরাজ্য কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হতে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ(প্যাকেজ) এর আয়োজন করা হয়েছে।। 
_ কলকাতা থেকে বাই-রেল(ট্রেনে করে) Rajdhani Express/Duronto Express(3 tier Ac তে) এ স্বর্গরাজ্য কাশ্মীরের সৌন্দর্য্যে মুগ্ধ হতে Relax Trip এ ঘুরে আসতে পারেন, আমাদের আয়োজিত ভূ-স্বর্গ "কাশ্মীর ভ্রমণ" প্যাকেজ এর মাধ্যমে।

➡️ বিস্তারিত ভালোভাবে দেখে ও পড়ে, বুকিং কনফার্ম করার আবেদন/আহবান জানানো হচ্ছে। 
============= 
♦ ভ্রমণের তারিখঃ 
_ ১২ এপ্রিল/যেকোনো মাসে(ঢাকা থেকে); 
_ ১৩ এপ্রিল/যেকোনো মাসে(কলকাতা থেকে); 
_ ১৫ এপ্রিল/যেকোনো মাসে(শ্রীনগর থেকে)। 

♦ ভ্রমণের সময়কাল/ব্যপ্তিকালঃ ৯ রাত ৯ দিন(কলকাতা থেকে)। 
♦ ভ্রমণের খরচ- ৩৭,৫০০ টাকা(২৭,০০০ রুপি)/জনপ্রতি (কলকাতা থেকে)। 
♦ গ্রুপের সাথে যোগদান(যুক্ত হতে) করতে পারবেন - ঢাকা থেকে; কলকাতা থেকে; অথবা, শ্রীনগর থেকে। 
♦ আপনাদের সুবিধাজনক যেকোনোদিন ৩-৪ জন হলে, ডিলাক্স ট্রিপ(৬দিন ৫রাত) এর আয়োজন করা হয়।। খরচ জনপ্রতি ১৬,০০০ রুপি থেকে শুরু(কাশ্মীর - কাশ্মীর)।। পাশাপাশি, আলোচনা স্বাপেক্ষে লাক্সারিয়াস ট্রিপেরও আয়োজন করা হয়।।  
______________________ 
➡️➡️ খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে/থাকছেঃ 
✅ কলকাতা থেকে দিল্লি Rajdhani Express/Duronto Express(3 tier AC - ট্রেনে যাতায়াতের টিকেট)। 
✅ দিল্লি থেকে জম্মু Rajdhani Express(3 tier AC - ট্রেনে যাতায়াতের টিকেট)। 
✅ যাওয়া ও আসার দিন দিল্লিতে বিশ্রামের জন্য হোটেল। 
✅ জম্মু হতে রিজার্ভ গাড়িতে সম্পূর্ণ ট্যুর। 
✅ ৩ রাত শ্রীনগরে ডিলাক্স হোটেলে থাকা। 
✅ ১ রাত ডিলাক্স হাউজবোটে থাকা। 
✅ ১ রাত পেহেলগামে ডিলাক্স হোটেলে থাকা। 
✅ প্রতিদিন সকাল ও রাতের খাবার(শ্রীনগর থেকে)। 
✅ রিজার্ভ গাড়ির টোল, ট্যাক্স ও পার্কিং এর খরচ। 
✅ ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড। 
✅ পেহেলগামে আরু ভ্যালী, বেতাব ভ্যালী ঘুরার জন্য ইউনিয়ন গাড়ির খরচ। 
✅ প্রতিরুমে ২/৩ জন(কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই)। 
_________________ 
➡️➡️ খরচের মধ্যে অন্তর্ভুক্ত নয়ঃ 
❎ ট্রাভেল ট্যাক্স ও বর্ডারে কোন ধরণের টিপস। 
❎ কোন ধরনের প্রবেশ ফি ও রাইড খরচ(গন্ডোলা রাইড, ক্যাবলকার, পনি রাইড/হর্স রাইড ইত্যাদি)। 
❎ দুপুরের খাবার। 
❎ সোনমার্গ থেকে জিরো পয়েন্ট যাওয়ার ইউনিয়ন এর গাড়ির খরচ। 
❎ বরফের কারণে রাস্তা বন্ধ থাকলে, টানমার্গ থেকে গন্ডোলা রাইড পর্যন্ত যাওয়ার ইউনিয়ন এর গাড়ির খরচ। 
❎ সকল ব্যক্তিগত খরচ(যেমন- টিপস, লন্ড্রি, টেলিফোন, পানীয়, চিকিৎসা, শপিং খরচ, অটো ভাড়া, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)। 
❎ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ। 
❎ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা বা জরিমানা। 
_______________ 
➡️➡️ ভ্রমণের স্থানসমূহঃ 
📌 দিল্লিতে রেস্ট(চাইলে নিজ খরচে ট্যুর) 
📌 শ্রীনগর(লোকাল) 
📌 ডাল লেক 
📌 সোনমার্গ 
📌 গুলমার্গ 
📌 পেহেলগাম 
_________ 
♦♦ কাশ্মীর ভ্রমণের পুরো বৃত্তান্তঃ 
➡️ দিন ০১ 
_ কলকাতার হাওড়া/শিয়ালদা রেল স্টেশন থেকে বিকেলের Rajdhani//Duranta Express(3 tier AC) এ রওনা দিব(দেয়া হবে) দিল্লির উদ্দেশ্যে। রেলেই(ট্রেনেই) সন্ধ্যার নাস্তা ও রাতের খাবার খেয়ে ঘুম। 
------- 
➡️ দিন ০২ 
_ সকাল ১০:৩০-১১:০০ টার মধ্যে পৌঁছে যাবো দিল্লি(রেলেই সকালের নাস্তা)। স্টেশন থেকে চলে যাবো(রিসিভ করে নেয়া হবে) আমাদের নির্দিষ্ট হোটেলে। চেক-ইন করে, ফ্রেশ হয়ে, বিশ্রাম নিতে পারেন; অথবা, নিজেদের মতো করে দিল্লির Red fort, India Gate, Qutub Minar, Jama Masjid, Nizamuddin Aulia(auliya) Dargah(Hazrat Nizamuddin Dargah), President Bhawan(Bhaban) প্রভৃতি স্থান(সময় থাকা সাপেক্ষে) দেখে নিতে পারেন। সন্ধ্যা ৭টা ৩০মিনিটের(7:30 pm) মধ্যে দিল্লি রেল স্টেশনে পৌঁছে, সেখান থেকে ৮টা ২০মিনিটের(8:20 pm) এর Rajdhani Express(3 tier AC) এ জম্মুর উদ্দেশ্যে রওনা। 

✅ ট্রেনেই রাতের খাবার খেয়ে, ঘুম। 
------- 
➡️ দিন ০৩ 
_ ভোর ৫:০০-৫:৩০ এর মধ্যে পৌছে যাবেন জম্মু তাওয়াই স্টেশনে। স্টেশনের বাহিরে গিয়ে নির্ধারিত গাড়িতে রওনা দিব শ্রীনগর এর উদ্দেশ্যে। যাত্রাপথে নাস্তা(নিজ খরচে) সেরে নেয়া হবে। সবকিছু ঠিক থাকলে পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে বিকেলের মধ্যে পৌঁছে যাবো শ্রীনগর(ইনশাআল্লাহ)। যেহেতু লং-জার্নি শেষ করে শ্রীনগর পৌঁছাবো, তাই সকলেই হোটেলে চেক-ইন করে বিশ্রাম নিব। অথবা, কেউ চাইলে নিজেদের মতো করে ডাল লেকের আশেপাশে ঘুরে আসতে পারেন। 

✅ শ্রীনগরে রাত্রিযাপন। 
------- 
➡️ দিন ০৪ 
_ শ্রীনগর থেকে সোনমার্গ এর উদ্দেশ্যে রওনা। সারাদিন সোনমার্গ সাইডসিন করে এবং সন্ধ্যায় শ্রীনগরে ফিরে আসবো। (সোনমার্গ এ যাওয়ার পর জিরো পয়েন্ট যেতে চাইলে, ইউনিয়ন এর গাড়ির খরচ নিজেদের বহন করতে হবে)। 

✅ শ্রীনগরে রাত্রিযাপন। 
------ 
➡️ দিন ০৫ 
_ সকাল ৮:০০ টার মধ্যে নাস্তা সেরে, শ্রীনগর থেকে গুলমার্গ এর উদ্দেশ্যে রওনা। যদি বরফ বেশি থাকে, তাহলে গাড়ি টানমার্গ পর্যন্ত যাবে, গন্ডোলা রাইড যেতে নিজ খরচে ইউনিয়ন এর গাড়ি নিতে হবে। সারাদিন গুলমার্গ সাইডসিন করবো। চাইলে গন্ডোলা রাইড/ক্যাবল কারে চড়তে পারেন(নিজ খরচে, টিকেট আগে থেকে অনলাইনে কাটতে হবে), বিকেলে শ্রীনগরে ফিরে আসবো। সন্ধ্যাটা নিজেদের মতো করে কাটাবো(শপিং টাইম বা অন্যান্য)। 

✅ শ্রীনগরে রাত্রিযাপন। 
------ 
➡️ দিন ০৬ 
_ শ্রীনগরে দর্শনীয়(সাইডসিন) স্থানসমূহ - নিশাত বাগ/গার্ডেন, শালিমার গার্ডেন, চশমে শাহী/মুঘল গার্ডেন, হযরত বাল মসজিদ সহ(প্রভৃতি স্থান ঘুরে) লোকাল সাইটসিন করে, এরপর ১ঘন্টা ডাল লেকে শিকারা রাইড। চাইলে সন্ধ্যাটা শপিং বা ডাললেকের আশেপাশে আড্ডা দিয়ে কাটিয়ে, রাতে হাউসবোটে অবস্থান। 

✅ হাউসবোটে(শ্রীনগরে) রাত্রিযাপন। 
----- 
➡️ দিন ০৭ 
_ সকাল ৭:০০টার মধ্যে নাস্তা সেরে পেহেলগামের উদ্দেশ্যে রওনা। পেহেলগাম এর দর্শনীয় স্থানসমূহ(সাইডসিন)- বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চান্দনওয়ারী, কানিমার্গ, তুলিয়ান ভ্যালি, মিনি সুইজারল্যান্ডখ্যাত বাইসারান ভ্যালি প্রভৃতি। ইউনিয়নের গাড়িতে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চান্দনওয়ারী ঘুরে এসে, নিজ দায়িত্বে(খরচে) দুপুরের খাবার খেয়ে বাইসারান ঘুরে, সন্ধ্যায় নিজেদের মতো করে কাটানো। (বেতাব ভ্যালি, আরু ভ্যালির ইউনিয়ন গাড়ির খরচ প্যাকেজের অন্তর্ভূক্ত)। 

✅ পেহেলগামে রাত্রিযাপন। 
------ 
➡️ দিন ০৮ 
_ সকালের নাস্তা সেরে, সবকিছু গুছিয়ে সকাল ৯টার মধ্যে পেহেলগাম থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা। রাত ০৯ঃ০০(9:00 pm)টার Rajdhani Express(3 tier AC) এ দিল্লির পথে যাত্রা করবো। 

✅ ট্রেনে রাতযাপন। 
------- 
➡️ দিন ০৯ 
_ ভোর ৬:০০-৬:৩০ এর মধ্যে দিল্লি পৌঁছে যাবো, ইনশাআল্লাহ। সেখান থেকে অটোরিক্সায় করে চলে যাবো আমাদের নির্দিষ্ট হোটেলে। হোটেলে চেক-ইন করে, বিশ্রাম নিবো; অথবা, চাইলে নিজেদের মতো করে(নিজ খরচে) দিল্লির আশপাশ দেখে নিব। বিকেলে(ভারতীয় সময়- বিকাল ৪ঃ৩০/৪ঃ৫০ অথবা সন্ধ্যা/রাত ৭ঃ৪৫) দিল্লি রেলস্টেশন থেকে Rajdhani Express/Duronto Express(3 tier AC) এ কলকাতার উদ্দেশ্যে রওনা। 

✅ ট্রেনে রাতযাপন(রেলেই সন্ধ্যার নাস্তা ও রাতের খাবার খেয়ে ঘুম)। 
------ 
➡️ দিন ১০ _ ভারতীয় সময় সকাল ১০ - ১১ঃ০০ টা অথবা ১ঃ৩০ - ২ঃ০০ টার মধ্যে কলকাতা পৌঁছে ভ্রমণ সমাপ্ত হবে, ইনশাআল্লাহ।। 
------------------------ 
📌 ভিসা করা থাকলে নিশ্চিন্তে বুকিং করতে পারেন। 
📌 যাদের ভিসা নেই, তারা ভিসা করে নিতে পারেন দ্রুত। প্রয়োজনে ভিসা প্রসেসিং এ সহযোগিতা করা হবে। 
📌 পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন আমাদের(টিমের) সাথে। 
--------- 
☎ বুকিং হটলাইনঃ ০১৫৫২ ৮৮৩৪৭৫ এবং ০১৭৮৭৭৪৪৭১৯(হোয়াটসঅ্যাপ
📌 কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর আয়োজনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 
📌 কর্পোরেট/বড় গ্রুপ ট্যুরের জন্য বিশেষ ট্যারিফ দেয়া হয়ে থাকে।। 
-----------
#কাশ্মীর #কাশ্মীরভ্রমণ #কাশ্মীরভ্রমণপ্যাকেজ #ভারতভ্রমণ #জাম্মুওকাশ্মীর #Kashmir #JammuAndKashmir #kashmirtour #TripToKashmir #travel #Tourpackage #KasmirTourPackage #india #triptoindia 

Post a Comment

0 Comments