![]() |
Nature |
![]() |
Sunamganj Old Bus Stand |
![]() |
Abdul Johur Bridge, Sunamganj |
![]() |
On the way to Tahirpur |
![]() |
Beautiful Structure : middle at the Haor |
![]() |
all time happy person at Tanguar Haor |
![]() |
selfie At Tanguar Haor watch Tower |
![]() |
Tanguar Haor - He is staring at this scene in amazement |
![]() |
Tanguar Haor |
![]() |
Tanguar Haor |
"Tanguar Haor, Sunamganj-This is our first Tour"
Story of Unplanned Tour : Me, my two cousins and two or three more brothers decided to go somewhere. we also decided where to go. But just two days before we left, everyone except me and my two cousins had some problems. What to do now? I thought the three of us will go. But where? One of my cousins Rubel, he said, brother, let's go to Sunamganj, there is a haor called "Tanguar Haor", you can go around by trawler or boat. If you want, you can spend the night in the trawler. Let's go, spend the night in the trawler. How to go, where to go? I don't know anything. Then, I searched on YouTube. After watching a youtuber video called Labib Ittihadul, how to go, what are the places to see, with all the information, just the day we were all supposed to go, me and my two cousins left for Sunamganj by bus at night. The next morning we reached Sunamganj old bus terminal. Arriving there, we freshened up and had breakfast. After breakfast, we set off for 'Tahirpur' with the reserved CNG. On the way we were fascinated by the surrounding scenery.About two hours later we reached 'Tahirpur market'. Arriving there, I fixed a trawler. Fix the trawler, go to the market. We came to the market and got on the trawler. When the trawler left the ghat and came some distance, we were fascinated by the beauty of the Haor. After some time to see the beauty of Haor, we reached "Tanguar Haor" Watch Tower. Going up to the Watch Tower, I can't help but wonder what it was like to see Haor from there. After spending some time at the Watch Tower, we returned to the trawler. After coming in the trawler, the boatman told us that we would cook, bathe, eat and drink by anchoring the trawler in the shade of a tree next to the Tower. After anchoring the trawler in the shade of a tree next to the tower, we all cooked together, besides cooking, having fun with these little kids living in the vicinity of the tower, and ate some dry food and had tea with them, bought these from floating shops. Having fun with the little ones, eating light snacks also ended our cooking. After cooking, we all took a bath, had lunch and left for "Tekerghat". Where we will anchor the trawler and spend the night in the trawler. As it was late afternoon to reach "Tekerghat", we spent time that afternoon near "Tekerghat", next to "Shaheed Siraj Lake", walking around the market, eating light food and returning to the trawler. After coming to the trawler, singing and playing for some time, having dinner, we started chatting all night on the roof of the trawler. This chat includes music, card games, light meals. A night spent on the roof of a trawler will be a lifelong memory for us. Our chat ends at dawn. In the morning we leave our trawlers, take bikes and explore a few more places. The places are - Lakmachhara, Shaheed Siraj Lake (Niladri Lake), Joynal Abedin Shimul Bagan, Rajai Jharna, Jadukata River, Barekker Tila etc. After visiting these places, we crossed the "Jadukata river", came to "Laudergarh market", had lunch, and left for "Sunamganj" with CNG. When we came to "Sunamganj", we spent the afternoon and evening at "Hasan Raja's house"(museum), sitting on the bank of "Surma river". Then I came to the bus terminal, bought a ticket, had dinner, got on the bus and left for Dhaka.
Early the next morning we reached Dhaka, which marked the end of our "Tanguar Haor" tour.
"টাঙ্গুয়ার হাওড়", "সুনামগঞ্জ", এটি আমাদের প্রথম ট্যুর
অপরিকল্পিত ভ্রমণের গল্পঃ আমি, আমার দুই চাচাতো ভাই এবং আরো দুই-তিনজন ভাই মিলে চিন্তা করলাম কোথাও ঘুরতে যাই। কোথায় যাবো আমরা সেটাও ঠিক করলাম। কিন্তু যাওয়ার ঠিক দুইদিন আগে আমি এবং আমার দুই চাচাতো ভাই বাদে বাকিদের কিছু সমস্যা দেখা দিলো। এখন কি করবো? চিন্তা করলাম আমরা তিনজনই যাবো। কিন্তু কোথায়? আমার এক চাচাতো ভাই রুবেল, সে বলল, ভাইয়া, চলো আমরা সুনামগঞ্জ যাই, সেখানে "টাঙ্গুয়ার হাওড়" নামে একটা হাওড় আছে , ট্রলারে অথবা নৌকাতে করে ঘোরা যায়। চাইলে, ট্রলারে রাত যাপন করা যায়। চলো যাই, ট্রলারে একরাত যাপন করে আসি। কিভাবে যাব, কোথায় ঘুরবো? কিছুই জানি না। তখন, ইউটিউবে অনুসন্ধান করলাম। লাবিব ইত্তিহাদুল নামে এক ইউটিউবারের ভিডিও দেখে, কিভাবে যাবো, দেখার মত জায়গা কি কি আছে , সকল তথ্য নিয়ে, ঠিক যেদিন আমাদের সবার যাওয়ার কথা ছিল, ঐদিন রাতের বাসে করে আমি এবং আমার দুই চাচাতো ভাই রওনা দিলাম "সুনামগঞ্জের" উদ্দেশ্যে। পরেরদিন সকালে আমরা পৌঁছে গেলাম "সুনামগঞ্জ" পুরাতন বাস টার্মিনালে। সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা করলাম। নাস্তা শেষ করে, রিজার্ভ করা সিএনজি নিয়ে আমরা রওনা করলাম "তাহিরপুরের" উদ্দেশ্যে। যেতে যেতে আশে-পাশের দৃশ্য দেখে আমরা বিমোহিত হয়ে গেলাম। প্রায় দুইঘন্টা পর আমরা পৌঁছে গেলাম "তাহিরপুর বাজারে"। সেখানে পৌঁছে, একটা ট্রলার ঠিক করলাম। ট্রলার ঠিক করে চলে গেলাম বাজার করতে। বাজার করে এসে ট্রলারে উঠলাম, ট্রলার যখন ঘাট থেকে ছেড়ে কিছুদূর আসলো,হাওড়ের সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হয়ে পরলাম। হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম "টাঙ্গুয়ার হাওড়" ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠে, সেখান থেকে হাওড়ের দৃশ্য দেখে মনে কি অনুভূতি হচ্ছিলো বলে বুঝাতে পারব না। ওয়াচ টাওয়ারে কিছু সময় অতিবাহিত করে আমরা ট্রলারে ফেরত আসলাম। ট্রলারে আসার পর মাঝি আমাদের বলল ,টাওয়ারের পাশে গাছের ছায়াতে ট্রলার নোঙ্গর করে এখানেই রান্না করব, গোসল করব, খাওয়া-দাওয়া করব। টাওয়ারের পাশে গাছের ছায়াতে ট্রলার নোঙ্গর করার পর সবাই মিলে রান্না করলাম, রান্না করার পাশাপাশি, টাওয়ারের আশেপাশের এলাকাতে থাকে এইসব ছোট ছেলেমেয়েদের সাথে মজা করলাম, এবং কিছু শুকনা খাবার খেলাম ও সাথে চা খেলাম, এইসব খেয়েছিলাম ভাসমান দোকান থেকে কিনে। ছোট ছেলেমেয়েদের সাথে মজা করা, হালকা নাস্তা খেতে খেতে আমাদের রান্নাও শেষ হয়ে গেলো। রান্না শেষ করে, আমরা সবাই গোসল করে, দুপুরের খাবার খেয়ে, রওনা করলাম "টেকেরঘাটের" উদ্দেশ্যে। যেখানে আমরা ট্রলার নোঙ্গর করে ট্রলারে রাত্রিযাপন করব। "টেকেরঘাট" পৌঁছাতে বিকাল হওয়াতে আমরা ঐদিন বিকালটাতে "টেকেরঘাটের" পাশে "শহীদ সিরাজ লেকের" পাশে সময় কাটাই , বাজারে ঘুরাঘুরি করে, হালকা খাবার খেয়ে ট্রলারে ফেরত আসি। ট্রলারে এসে কিছু সময় গান-বাজনা করে, রাতের খাবার খেয়ে, শুরু হয় ট্রলারের ছাদে আমাদের সারারাতের আড্ডা। এই আড্ডায় চলে গান-বাজনা, কার্ড খেলা, হালকা খাবার। ট্রলারের ছাদে কাটানো একটি রাত আমাদের আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমাদের আড্ডা শেষ হয় ভোর রাতে। সকালে আমরা আমাদের ট্রলার ছেড়ে দিয়ে, বাইক নিয়ে আরও কয়েকটি স্থান ঘুরে দেখি। স্থানগুলো হলো - লাকমাছড়া, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), জয়নাল আবেদীন শিমুল বাগান, রাজাই ঝর্ণা, জাদুকাটা নদী, বারেক্কের টিলা প্রভৃতি। এইসব স্থান ঘুরা শেষ করে, "জাদুকাটা নদী" পার হয়ে, লাউড়েরগড় বাজারে এসে দুপুরের খাবার খেয়ে, সিএনজি নিয়ে আমরা চলে আসলাম "সুনামগঞ্জ"। "সুনামগঞ্জ" এসে আমরা বিকাল ও সন্ধ্যাটা কাটালাম হাসন রাজার বাড়ি(জাদুঘর), "সুরমা নদীর" পাড়ে বসে। তারপর বাস টার্মিনালে এসে টিকিট কেটে, রাতের খাবার খেয়ে, বাসে উঠে ঢাকায় ফেরত আসার উদ্দেশ্যে রওনা দেই।
পরেরদিন খুব ভোরে আমরা ঢাকায় পৌঁছে যাই, এরই মাধ্যমে আমাদের "টাঙ্গুয়ার হাওড়" ভ্রমনের সমাপ্তি ঘটলো।
0 Comments
Please do not enter any spam link in the comment box.